• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশ:  ২৪ মার্চ ২০২০, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইঁদুর মারার জন্য বিদ্যুতের সঞ্চালন লাইন দিয়ে ফাঁদ তৈরি করেন কৃষক আমিন উদ্দিন (৬৫)। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নিজেই মারা যান। সোমবার মর্মান্তিক আর হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুরে গ্রামে। আমিন উদ্দিন ওই গ্রামের মৃত রইস উদ্দিন পাটোয়ারীর ছেলে।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাছের সুমন জানান, পরিবারকে না জানিয়ে ধান ও সবজি ক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদ পাতেন কৃষক আমিন উদ্দিন। সবজি ক্ষেতে গেলে অসাবধান বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত