• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সভাপতি মোঃ তারেক খান, সম্পাদক মোঃ সুজন গাজী

চাঁদপুর যুব ফাউন্ডেশনের কমিটি গঠন

প্রকাশ:  ২৩ মার্চ ২০২০, ২০:১৯ | আপডেট : ২৩ মার্চ ২০২০, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৩ মার্চ সোমবার বিকেল ৫টায় মির শপিং কমপ্লেক্সের ৩য় তলা চাঁদপুর যুব ফাউন্ডেশন ২০২০-২০২১ সনের কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। চাঁদপুর যুব ফাউন্ডেশন সভাপতি উজ্জ্বল হোসাইনের সভাপ্রধানে সাধারণ সম্পাদক শেখ মোঃ হানিফের পরিচালনায় সদস্যদের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটির ঘোষণা করা হয়। সভায় বিগত বছরের কমিটি বিলুপ্ত করে নি¤েœাক্ত কমিটি গঠন করা হয়।   ২০২০-২০২১ সনের কার্যনির্বাহী কমিটি যথাক্রমে সভাপতি : মোঃ তারেক খান, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন (শান্ত), মোঃ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুজন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন (মিলন), সুমন রায়, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসনাত,  তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব চন্দ্র রায়, দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহাজালাল খাঁন রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার রুপা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন বাবু, সাহিত্য  ও সাংস্কৃতি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সুমন ঢালী, দপ্তর সম্পাদক গোলাম যুবরান চৌধুরী শোভন, কার্যকরী সদস্য : মোঃ দৌলত হোসেন ( শান্ত),  উজ্জ্বল হোসাইন, শেখ মোঃ হানিফ, সফিউদ্দিন বাবলু।
এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বাধিক পঠিত