ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত আহত ৩
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক


ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বাগড়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিনজন গুরুতর আহত হন।
জানা গেছে, শুক্রবার রাতে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের বাগড়া বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের অধিবাসী ও ফরিদগঞ্জ বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী আমজাদ হোসেনসহ ৪জন গুরুতর আহত হন। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত অবস্থায় আমজাদ হোসেনকে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।