• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মেঘনাপাড়ের কন্যা দীপু মনির আরেকটি অবদান

প্রকাশ:  ২০ মার্চ ২০২০, ১৭:৪২ | আপডেট : ২০ মার্চ ২০২০, ১৭:৪৭
রতন কুমার মজুমদার
প্রিন্ট

২০১৭ সালের শেষ দিকে ডাঃ দীপু মনি বলেছিলেন চাঁদপুরে বঙ্গবন্ধুর একটি দৃষ্টিনন্দন স্মৃতি ভাস্কর্য তৈরি করবেন। যেই কথা সেই কাজ। তিনি যে কথা দিয়ে কথা রাখেন। চাঁদপুরের মানুষের তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। বিগত ১১ বছরে তিনি চাঁদপুরের জন্যে কী করেছেন তার হিসেব করতে গেলে বৈঠক বসিয়ে হিসেব করতে হবে।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে চাঁদপুরবাসীকে এক অনন্য উপহার দিলেন। এই দৃষ্টিনন্দন উপহারটি সবার দৃষ্টি আকর্ষণ করবে। গণতন্ত্রের মানসপুত্র, বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিষ্ঠিত চাঁদপুর সরকারি কলেজেকে ডাঃ দীপু মনি ধন্য করেছেন এই ভাস্কর্যটি স্থাপন করে। শুধু কলেজ কেন ধন্য হয়েছে চাঁদপুরের মানুষ। এই ভাস্কর্যটির বৈশিষ্ট্য হলো একই কমপ্লেক্সে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য। ভাস্কর্যটি ব্যতিক্রম। মুজিব শতবর্ষে স্থাপিত বলে শতবর্ষের লোগোকে ভাস্কর্য হিসেবে রূপ দেয়া হয়েছে । ভবিষ্যতে যে কেউ বুঝতে পারবে এটি শতবর্ষে স্থাপিত ভাস্কর্য। ৫২’র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জন্মদিন, বঙ্গবন্ধুর মৃত্যুদিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের স্মারক চিহ্ন হয়ে উঠেছে এই কমপ্লেক্সটি। জয়তু ডাঃ দীপু মনি। -অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

 

সর্বাধিক পঠিত