• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বিপণীবাগ ও পালবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ:  ২০ মার্চ ২০২০, ১৭:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ১৮ মার্চ ২০২০ তারিখ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে চাঁদপুর শহরের বিপণীবাগ ও পালবাজারে চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূূল্য লাগামহীনভাবে বৃদ্ধি, দোকানে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করার অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিপণীবাগ বাজারে তাহের ট্রেডার্সের ফজলুর রহমানের ছেলে আবু তাহের (৫০) কে ৫ হাজার টাকা এবং মজিবুর রহমানের ছেলে মোঃ গোলাম মোস্তফা(৪০) কে ২ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। একই অপরাধে পাল বাজারে সাহা ট্রেডার্সের হরি নারায়ণের ছেলে সহদেব(৫০)কে ২ হাজার টাকা এবং মেঘনা ট্রেডার্সের আবুল কালামের ছেলে বাবুল (৩৫)কে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন জেলা মার্কেটিং অফিসার মোঃ রেজাউল ইসলাম, পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়াও পৃথক অভিযানে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন জেলার পালবাজার ও পুরাণবাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন দোকানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশ প্রদান করা হয়।  জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত