• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু

প্রকাশ:  ২০ মার্চ ২০২০, ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে একই গ্রামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে মোঃ জিলানী (৪) ও বুধবার বিকেলে আনিকা মির্জা (৪) মারা যায়। উভয় শিশুর বাড়ি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে। এর মধ্যে জিলানী ওই ইউনিয়নের খন্দকার বড়ির সাইফুল ইসলামের ছেলে ও আনিকা মির্জা একই ইউনিয়নের মির্জা বাড়ির আমির হোসেন মির্জার মেয়ে। এদিকে একই গ্রামে পর পর দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় জিলানী। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগের দিন বুধবার বিকেলে একইভাবে নিখোঁজ হয় শিশু আনিকা মির্জা। নিখোঁজের এক পর্যায়ে বাড়ির পুকুরে ভেসে উঠে শিশু আনিকার লাশ। এর পরেই তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. সোয়েব আহমেদ চিশতী বলেন, হাসপাতালে আনার পূর্বেই জিলানী ও আনিকা মির্জা নামের দুই শিশু মারা যায়।