চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদ্যাপন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা মিলাদ দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মার্চ মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা, মিলাদ দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। অঙ্গীকারের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রেসক্লাব মিলনায়তনে জাতির পিতার জীবনীর উপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহীম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, ল²ণ চন্দ্র সূত্রধর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাদের পলাশ, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ ও সাধারণ সদস্য ডাঃ হারুনুর রশিদ সাগর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের লাইব্রেরি সম্পাদক হাছান মাহমুদ।
আলোচনা সভায় প্রধান আলোচক কাজী শাহাদাত জাতির পিতার জীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া অন্য বক্তারাও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে করার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে কেক কাটা হয়। পরে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।