• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় অগ্নিকাণ্ড : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি, আহত ৩

প্রকাশ:  ০৯ মার্চ ২০২০, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলার করইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে অগি্নকা- সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে প্রধানীয়া বাড়ির আবুল বাসার মাস্টারের দুটি বসত ঘর ও একটি রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া আবুল বাসার মাস্টারের ছোট ভাই আব্দুস সাত্তারের একটি রান্নাঘর ও বসতঘরের একাংশ পুড়ে ছাই হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বিশ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। অগি্নকা-ের খবর পেয়ে কচুয়া ফায়ার স্টেশনের অগি্ন নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নিভাতে গিয়ে প্রধানীয়া বাড়ির মাহবুব (২০), মামুন (১৮) ও ইয়াছিন (২৬) আহত হয়েছেন। আহত তিনজনকেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। বাড়ির লোকজনরা জানান, আবুল বাসার মাস্টারের গৃহে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগি্নকা-ের সূত্রপাত হয়।