চাঁদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত- মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। চাঁদপুরেও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।
স্বাধীন বাংলাদেশের সূচনা থেকেই বাংলাদেশের সংবিধানে সব ধর্মীয় সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা এবং ধর্মীয় কারণে কারো প্রতি বৈষম্য না করার কথা বলা হয়েছে। আমরা সেই ভ্রাতৃত্ব বন্ধন চাঁদপুরে যে কোন মূল্যে আমাদের প্রিয় নেত্রী ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিএমপির নেতৃত্বে বজায় রাখা হবে।তিনি ৭ মার্চ শনিবার রাতে শহরের পুরাণবাজার বাতাসা পট্টিতে শ্রী শ্রী রাম ঠাকুর দোল মন্দির প্রাঙ্গণে ঠাকুর রামচন্দ্র দেবের ৯৪ তম দোলযাত্রা উৎসব অনুষ্ঠানে সনাতন ধর্মাম্বলিদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামীলীগ সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে এদেশে প্রতিটি সম্প্রদায়ের ব্যক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব-স্ব-ধর্মীয় অনুষ্ঠান পালনসহ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী মাঝি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অজয় ভৌমিক, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, তমাল ককুমার ঘোষ, রাধা গোবিন্দ গোপ, তপন চন্দ, তপন সরকার, পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, জোতিষ চন্দ্র রায়, শেখর পাল, মধু মঙ্গল বণিক, জীবন দত্ত, গণেশ চন্দ্র দে, শংকর সাহা, রনজিত পাল, দুলাল হাওলাদার, ভীম সাহা প্রমুখ।