• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর হরিনা নৌ পুলিশের জাটকা রক্ষার অভিযান

কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশসহ আটক-২

প্রকাশ:  ০৮ মার্চ ২০২০, ০৯:৪৭
স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর হরিনা নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ সময়ে নিধন করা ইলিশ মাছ স্হানীয় এতিমখানায় বিতরন করা হচ্ছে।
প্রিন্ট

জাটকা রক্ষার চলমান অভিযানে চাঁদপুর সদর হরিনা নৌ পুলিশ মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছসহ ২ জেলেকে ধৃত করেছে। বৃহস্পতিবার বিকেলে বহরিয়া এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির  ইনচার্জ পুলিশ পরিদর্শক ( নিঃ) মোঃ হাসনাত জামান ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ পরিদর্শক হাসনাত জামান জানান, জাটকা রক্ষা অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর থানাধীন বহরিয়া ঘাটের সামনে মেঘনা নদী হতে মাছ ধরা অবস্হায় লক্ষ্মীপুর ইউনিয়নের মৃত আলমগীর তাইনী ছেলে মোঃ ফারুক তাইনী(১৭), রামদাসদী আক্কাস গাজী ছেলে মোঃ রবিউল গাজী(১৭) জাল মাছসহ আটক করা হয়। এ সময় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ও ২৫ কেজি ইলিশ মাছ, মূল্য অনুমান ১২ হাজার ৫'শ টাকা জব্দ করা হয়।

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীদ্বয়কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং নির্দেশক্রমে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও ইলিশ মাছ স্হানীয় এতিমখানায় বিতরন করা হয়।

সর্বাধিক পঠিত