• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা

একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে কোনভাবেই এদেশে ঢুকতে দেয়া হবে না

প্রকাশ:  ০৭ মার্চ ২০২০, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, পবিত্র মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদীর  বাংলাদেশে আগমনের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় জেলা শহরের প্রাণকেন্দ্র বাইতুল আমীন রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন শপথ চত্বরে সমাবেশ ও পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি গাজী মোহাম্মদ হানিফের পরিচালনায় মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন জেলা সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদ সানী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আনোয়ার আল-নোমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নুর উদ্দিন, শহর শাখার সভাপতি মাওলানা আবু নাঈম তানভীর, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ নেছার উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, শাহরাস্তি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ফারুক আহমেদ, মতলব দক্ষিণে সৌদি আনসার আহমেদ, হাইমচর উপজেলা সভাপতি গাজী মোঃ জহিরুল ইসলাম, মতলব উত্তরের সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ মহসিন, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভারতের দিল্লিতে মুসলিমদের হত্যা করা হচ্ছে। আর সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশে আসবে-এটা এই দেশের মুসলিমরা কোনদিনই মেনে নেবে না। তারা বলেন, ইসলাম অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। কাজেই একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে কোনভাবেই এদেশে ঢুকতে দেয়া হবে না। বঙ্গবন্ধু মজলুম মানুষের পক্ষে গর্জে উঠেছিলেন। অথচ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন না। কোন পররাষ্ট্রনীতি নিয়ে সরকার পরিচালনা করছেন এমন প্রশ্ন রেখে বক্তারা বলেন, আপনারা ব্যক্তিগতভাবে ভারতের কাছে মাথা নত করতে পারেন। এ দেশের মানুষ ভারতের কাছে মাথা নত করবে না। তারা সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।