• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

"প্রধানমন্ত্রীর ঘোষণা, বাঁশের সাঁকো থাকবে না"

চাঁদপুর সদরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে চলমান ২১টি ব্রিজ নির্মাণ আরো ৩৪টি সেতু/কালভার্ট নির্মাণ অনুমোদনে প্রস্তাবনা

প্রকাশ:  ০৪ মার্চ ২০২০, ১৭:১৭
চাঁদপুর রিপোর্টার।।
চাঁদপুর সদর উপজেলায় নব নির্মিত একটি ব্রিজ।
প্রিন্ট

"প্রধানমন্ত্রীর ঘোষণা, বাঁশের সাঁকো থাকবে না" এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ২১টি  ব্রিজ/কালভার্ট নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।যার ৯০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।আগামী এক মাসের মধ্য পুরো নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেল প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম।

তিনি বলেন, স্থানিয় সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নির্দেশনায় আমরা গ্রামে-গঞ্জে ঘুরে  ঘুরে যেখানে যেখানে বাঁশের সাঁকো আছে,তার পরিবর্তে পাকা ব্রীজ- কালভার্ট নির্মান করা হচ্ছে। তিনি জানান, এরপর আরো ৩৪টি সেতু/কালভার্ট নির্মাণ কাজ অনুমোদন দিতে সংশ্লিষ্ট মহলে প্রস্তাবনা পাঠানো হয়েছে। যদি ধারাবাহিকভাবে এই প্রকল্প অনুমোদন হয়। তাহলে আগামী ২ বছরের মধ্যে উপজেলায় আর বাঁশের সাঁকোই থাকবে না। আরো ১৫টি ব্রীজ- কালভার্ট নির্মানের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। সহসায় সেগুলোরও কাজ ধরা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে ৪ কোটি ৮৩ লক্ষ ২০ হাজার ৯'শ ৬৮ টাকা ব্যায়ে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পে কাজ চলমান মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বৎসরে এই প্রকল্পটি অনুমোদন হয়।

এই প্রকল্পে উপজেলায় নির্মানাধীন ২১টি সেতু/কালভার্ট হচ্ছে-

১। ৩৩ লক্ষ ১৬ হাজার ৭'শ ৯৪ টাকা ব্যয়ে বিষ্ণুপুর ০৫ নং ওয়ার্ড তাফাজ্জল অজির বাড়ির পার্শ্বের খালের উপর সেতু নির্মাণ(দৈর্ঘ্য ৩৮ ফুট-উচ্চতা ২০ ফুট),

২। ২২ লক্ষ ৮১ হাজার ৮'শ ২৫ টাকা ব্যয়ে মোল্লা বাড়ি হতে হাওলাদার বাড়ি যাওয়ার রাস্তায় খালের উপর সেতু নির্মাণ(দৈর্ঘ্য ২৬ ফুট-উচ্চতা ১৬ ফুট),

৩। ২২ লক্ষ ৮১ হাজার ৮'শ ২৫ টাকা ব্যয়ে( ২৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা) নমপাড়া দোকান ঘর থেকে য্যোদিষ্টি সরকারের বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ,

৪। ২২ লক্ষ ৮১ হাজার ৮'শ ২৫ টাকা ব্যয়ে( ২৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা) শাহতলি ফিল্ডার রোডের পূর্ব পার্শ্বে কাশেম আলী প্রধানীয়া বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ,

৫। ২২ লক্ষ ৮১ হাজার ৮'শ ২৫ টাকা ব্যয়ে( ২৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা) আবুল কালাম সড়ক স্বপন খার বাড়ির প্বার্শে খালের উপর সেতু নির্মাণ,

৬। ২২ লক্ষ ৮১ হাজার ৮'শ ২৫ টাকা ব্যয়ে( ২৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা)কল্যাণপুর মধ্য দাসাদী মোল্লা বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ,

৭। ২৫ লক্ষ ৮৪ হাজার ১'শ ৩১ টাকা ব্যয়ে(৩০ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট উচ্চতা) কেতুয়া মজিব কাজী বাড়ীর সামনে খালের উপর সেতু নির্মাণ,

৮। ২২ লক্ষ ৮১ হাজার ৮'শ ২৫ টাকা ব্যয়ে( ২৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা)উত্তর কামরাঙ্গা নাটের বাড়ির পার্শ্বে খালের উপর সেতু নির্মাণ,

৯। ১৮ লক্ষ ২৬ হাজার ৯'শ ৯৫ টাকা ব্যয়ে(২০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা)দক্ষিণ মনিহার পিঙ্গের পাড়ের বাড়ির পার্শ্বে খালের উপর সেতু নির্মাণ,

১০। ১৮ লক্ষ ২৬ হাজার ৯'শ ৯৫ টাকা ব্যয়ে(২০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা)৫৪ নং হামানকর্দ্দি সঃ প্রাঃ বিঃ পেছনে খালের উপর সেতু নির্মাণ,

১১। ২৫ লক্ষ ৮৪ হাজার ১'শ ৩১ টাকা ব্যয়ে(৩০ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট উচ্চতা) হামানকর্দ্দি ০৯ নং ওয়ার্ড পুরান তপাদার বাড়ীর সামনে খালের উপর সেতু নির্মাণ,

১২। ১৮ লক্ষ ২৬ হাজার ৯'শ ৯৫ টাকা ব্যয়ে(২০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা) মৈশাদী এমব খান বাড়ির সংলগ্ন খালের উপর সেতু নির্মাণ,

১৩। ১৫ লক্ষ ১২ হাজার ৫'শ ২১ টাকা ব্যয়ে(১৬ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট উচ্চতা) তরপুরচন্ডী ০১ নং ওয়ার্ড আবুল খলিফার বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ,

১৪। ১৮ লক্ষ ২৬ হাজার ৯'শ ৯৫ টাকা ব্যয়ে(২০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা) নীজ গাছতলা দর্জি বাড়ির সংলগ্ন খালের উপর সেতু নির্মাণ,

১৫। ২৫ লক্ষ ৮৪ হাজার ১'শ ৩১ টাকা ব্যয়ে(৩০ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট উচ্চতা)ব্রাহ্মণসাখুয়া নয়াবাড়ি মসজিদের সামনে খালের উপর সেতু নির্মাণ,

১৬। ২২ লক্ষ ৮১ হাজার ৮'শ ২৫ টাকা ব্যয়ে( ২৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা) বালিয়া ৩নং ওয়ার্ড সালাম জমাদার খান বাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ,

১৭ ।২৭ লক্ষ ৩১ হাজার ৬'শ ৪৪ টাকা ব্যয়ে(৩২ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট উচ্চতা) বালিয়া ২নং ওয়ার্ড মজিবুর রহমান পাটওয়ারী দোকানের সামনে খালের উপর সেতু নির্মাণ,

১৮। ২৫ লক্ষ ৮৪ হাজার ১'শ ৩১ টাকা ব্যয়ে(৩০ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট উচ্চতা) লক্ষ্মীপুর আশ্রয়ন প্রকল্প সড়কের খালের উপর সেতু নির্মাণ,

১৯। ২৭ লক্ষ ৩১ হাজার ৬'শ ৪৪ টাকা ব্যয়ে(৩২ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট উচ্চতা) বালিয়া লক্ষ্মীপুর সড়কের রাজার খালের উপর সেতু নির্মাণ,

২০। ২৫ লক্ষ ৮৪ হাজার ১'শ ৩১ টাকা ব্যয়ে(৩০ ফুট দৈর্ঘ্য ও ১৭ ফুট উচ্চতা) ২নং ওয়ার্ড মরহুম আলম মোল্লার বাড়ির পাশে খালের উপর সেতু নির্মাণ এবং

২১। ১৮ লক্ষ ২৬ হাজার ৯'শ ৯৫ টাকা ব্যয়ে(২০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট উচ্চতা)হানারচর ০৫নং ওয়ার্ড মনসুর খান বাড়ির সামনে রাজার খালের উপর সেতু নির্মাণ।

বিঃ দ্রঃ- চাঁঁদপুর সদর উপজেলা পরিষদের পিআইও থেকে প্রাপ্ত এ তথ্যে জানা যায়।

সর্বাধিক পঠিত