• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় নজরুল সম্মলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

প্রকাশ:  ০৪ মার্চ ২০২০, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ বুধবার থেকে শুরু হচ্ছে চাঁদপুরে তিন দিনব্যাপী নজরুল সম্মেলন। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কবি নজরুল ইনস্টিটিউট সচিব ও প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব। এটি ধরে রাখতে জাতীয় নজরুল সম্মেলনের অনস্বীকার্যতা রয়েছে। এভাবে নতুন প্রজন্মর কাছে কবি নজরুলকে তুলে ধরতে হবে। অন্যান্য জেলার ন্যায় চাঁদপুরে ব্যাপক আয়োজনে হবে নজরুল সম্মেলন। তিনি আরো বলেন, সম্মেলনকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি এসব কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করার অনুরাধ জানান।

সম্মেলনে অন্যান্যের মধ্য বক্তব্য রাখন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসন চৌধুরী, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতমা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটওয়ারী, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, জিএম শাহীন, সাংবাদিক আলম পলাশ, ফারুক আহম্মেদ প্রমুখ।

সর্বাধিক পঠিত