• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে গৃহবধূ হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

প্রকাশ:  ০৪ মার্চ ২০২০, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও মধু প্রধানীয়ার বাড়ির গৃহবধূ হোসনেয়ারা আক্তার পান্নার হত্যা মামলার আসামীরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলার বাদী পান্নার ভাই মোঃ আদনান সরকার জয় এমন অভিযোগ করে বলেছেন, বিবাদীরা মামলা তুলে নেয়ার জন্যে হুমকি দিচ্ছে।

তিনি আরো বলেন, আমার বোন হোসনেয়ারা আক্তার পান্নাকে ২০১৮ সালে ইসলামী শরা-শরিয়ত মোতাবেক ঢাকিরগাঁও গ্রামের মোঃ কামাল প্রধানের ছেলে রাসেল প্রধানের কাছে বিবাহ দেই। বিবাহের পর থেকেই রাসেল প্রধান যৌতুকের জন্যে আমার বোনকে বিভিন্ন সময়ে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করতো। এ বিষয়ে স্থানীয় লোকজন নিয়ে বেশ ক'বার সালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। গত ৫ ফেব্রুয়ারি পান্নাকে রাসেল প্রধানসহ অন্য আসামীরা বিষ পান করিয়ে হত্যা করে। ঢাকিরগাঁও গ্রামের রাসেল প্রধান, সামছুন নাহার, মোঃ কামাল প্রধান, জাকির প্রধান, রিনা আক্তার, মোঃ মালেক প্রধান ও মোঃ কাউছার প্রধানসহ অন্যদের যোগ সাজশে আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করে। বর্তমানে আমাকে আসামী জাকির প্রধান, কামাল প্রধান, মোঃ মালেক প্রধান ও কাউছার প্রধান মামলা তুলে নেয়ার জন্যে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিচ্ছে। আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। আমি আমার বোনের হত্যাকারীদের বিচার চাই।

সর্বাধিক পঠিত