• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অ্যাডঃ আবদুর রহমানের জেলা জজশীপের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ লাভ

প্রকাশ:  ০১ মার্চ ২০২০, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ আবদুর রহমান চাঁদপুর জেলা জজশীপের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ লাভ করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয়া হয়।

অ্যাডঃ আবদুর রহমান ১৯৯৮ সাল থেকে চাঁদপুর বারে আইনজীবী হিসেবে যোগদান করে এই পেশায় জড়িত হন। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচন করে দুই দু'বার সম্পাদক ফরমস পদে নির্বাচিত হন। তিনি হাজীগঞ্জ উপজেলার নাসির কোর্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ছোট ছেলে ফয়সাল রহমান শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। আজ ১ মার্চ থেকে তিনি সরকারের এই দায়িত্ব বুঝে নেবেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার স্ত্রী গৃহিণী।

তিনি সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় তাকে এ পদে অধিষ্ঠিত করায় চাঁদপুর-হাইমচর আসনের মাননীয় সাংসদ, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্বকালীন সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।