চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন ১৩ মার্চ
সফল উদযাপনে বিভিন্ন উপ-কমিটি গঠন


চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন ২০২০ সফলভাবে উদযাপনের লক্ষ্যে ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সমন্বয়ে উদযাপন উপ- কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৩ মার্চ চাঁদপুর ফাইভ স্টার পার্কে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে ৮টি উপ-কমিটি অনুষ্ঠান সফল করতে কাজ করবে।
উপ-কমিটি সমূহ নিম্নে তুলে ধরা হলো :
আপ্যায়ন উপ-কমিটি : আহ্বায়ক শাওন পাটওয়ারী, সদস্য সচিব এসএম সোহেল, সদস্য উজ্জ্বল হোসাইন, আহম্মদউল্যাহ, রেদওয়ান খান রাজন, পলাশ কুমার দে, মোঃ হোসেন বাতাস মিয়াজী, তানভীর আহাম্মেদ ও
মোঃ আমির হোসেন।
অভ্যার্থনা উপ-কিমিট : আহ্বায়ক এম.কে মানিক পাঠান, সদস্য সচিব বোরহান উদ্দিন ডালিম, সদস্য মানিক বেপারী, কবির মিজি মোঃ আলমগীর পাটওয়ারী, সায়েদ হোসেন দিপু, মোঃ ইব্রাহিম, এসএম ইকবল হোসেন, আব্দুর রহমান।
ক্রীড়া উপ-কমিটি : আহ্বায়ক শামসুজ্জামান ডলার, সদস্য সচিব মাঈনুল ইসলাম কাজল, সদস্য হাসান খান মিশু, মোঃ শিমুল হাসান, সজিব খান, মোঃ বাদশা ভূইয়া, মোঃ আবুল কালাম, মাসুদ রানা, এইচ এম নিজাম।
র্যাফেল ড্র উপ-কমিটি : আহ্বায়ক মোঃ আলমগীর তালুকদার, সদস্য সচিব নূর মোহাম্মদ খান, সদস্য মোঃ শরিফুল ইসলাম, আব্দুল মান্নান, ফয়েজ উল্যাহ, আয়োরুল হক, মোঃ আল-আমিন ছৈয়াল, মোঃ মাসুদ বেপারী, গাজী মোঃ ইমাম হোসেন,
বিমল চৌধুরী।
প্রচার উপ-কমিটি : আহ্বায়ক মাজহারুল ইসলাম অনিক, সদ্স্য সচিব মনিরুল ইসলাম মনির, সদস্য আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম মিজি, ওমর ফারুক সায়েম, আব্দুল গণি, মোঃ আবু সুফিয়ান।
সাংস্কৃতিক উপ-কমিটি : আহ্বায়ক শিব শংকর মজুমদার বাদল, সদস্য সচিব সাঈদ হোসেন অপু, সদস্য মাঈনুল ইসলাম, মানিক দাস, মোঃ তাজুল ইসলাম, কবির মিজি, গাজী মহসিন, মেহেদী হাসান সাকিব।
বনভোজন উপ-কমিটি : আহ্বায়ক মাহবুব আলম লাভলু, সদস্য সচিব এমএম কামাল, সদস্য মোঃ মিজানুর রহমান, বেলায়েত সুমন, মিজান লিটন, গাজী সোহেল, মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, শাহরিয়া বিন ইয়াহিয়া পলাশ, শাহআলম মিজি, মোঃ গোলাম মোস্তফা, মোঃ কামাল হোসেন খান।
অর্থ উপ-কমিটি : আহ্বায়ক শাহরিয়া বিন ইয়াহিয়া পলাশ, সদস্য সচিব মোঃ আহম্মদ উল্যাহ, সদস্য মামুন মিয়া, মোঃ আমির হোসেন, মাঈনুল ইসলাম, মানিক বেপারী, মোঃ আলামিন।