• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মাসুদ ও তুফিশার শুভবিবাহ সম্পন্ন

প্রকাশ:  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের হাজী মহসীন রোড নিবাসী মরহুম গফুর জমাদারের ছোট ছেলে মাসুদুর রহমান জমাদারের সাথে  কামরুদ্দিনের মেয়ে তুফিশা তাসকিনের বিবাহ সম্পন্ন হয়েছে।২৯ ফেব্রুয়ারী শনিবার রাতে চাঁদপুর ক্লাবে এ বিবাহ সম্পন্ন হয়।জানা যায়,(বর)মাসুদুর রহমান চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সহ সভাপতি আঃ বারি মানিক জমাদারের ছোট ভাই।আর (কনে) তুফিশা তাসকিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি'র প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবুর ভাইয়ের মেয়ে।
 এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান,পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহির পাটওয়ারী,চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনসহ প্রশাসনিক,রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবি বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ। সবাই নব-দম্পত্তির জন্য দোয়া ও শুভকামনা করেন।   

সর্বাধিক পঠিত