• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

দিল্লির সহিংস ঘটনায় চাঁদপুর শহরে সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশ:  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভারতের দিল্লিতে মুসলমানদের উপর সহিংসতার ঘটনায়
চাঁদপুর শহরে মসজিদ কেন্দ্রিক সতর্ক অবস্থানে ছিলো পুলিশ।২৮ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে ধর্মপ্রাণ মুসল্লীদের শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায়কালে
 পুলিশের এই তৎপরা দেখা যায়।জানা যায়,সাম্প্রতি ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক অস্থিশীল অবস্থা বিরাজ করছে।সেই ভিন্ন দেশের উত্তেজনা যাতে বাংলাদেশে ছড়িয়ে না পরে হেডকোয়ার্টার থেকে পুলিশি নজরদারী বাড়াতে বলা হয়।আর সেই আলোকেই শহরে পুলিশের সতর্কতা ও টহল বৃদ্ধি করা হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,সোশ্যাল মিডিয়ায় একটি ভিন্নদেশের অভ্যন্তরিন বিষয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক-সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে কঠোর নজরদারি ও সর্তকতা মূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।
 সরজমিনে শহর ঘুরে দেখা যায়,শহরের শপথ চত্ত্বরের বাইতুল আমিন জামে মসজিদ,হাসানআলী মাঠের চিশতিয়া মসজিদ,বাসস্ট্যান্ডের গোরে গোরিবা জামে মসজিদ,মিশন রোডের শাহী মসজিদ,ট্রাকরোডের দারুস সালাম জামে মসজিদ,কদমতলার বেগম মসজিদ,পুরাণবাজারের বড় মসজিদসহ বেশ কিছু মসজিদ এলাকায় সতর্ক অবস্থানে থেকে পুলিশ মোতায়েন ছিলো।এছাড়াও পুলিশের মোবাইল টিম,ডিবি ও সঙ্গীয় ফোর্সরা সার্বক্ষনিক শহরের অলিতে গলিতে টহলরত ছিলো।
এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান,ভিন্ন দেশের অভ্যন্তরিন বিষয় নিয়ে একটি চক্র বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতিতে আঘাত আনার জন্য কোন অপচেষ্টা করা না হয়, তাই পুলিশ সুপারের নির্দেশে ধর্মপ্রাণ মুসল্লী ভাইদের যেকোন উসকানী বা উত্তেজিত বক্তব্য থেকে বিরত রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
তিনি আরো জানান,যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল পুলিশ।তবে আল্লাহর রহমতে সকল ধর্মপ্রাণ মুসল্লী ভাইরা শান্ত থেকে নামাজ আদায় করেছেন।আমরা কাউকে কোন বিভ্রান্তি বা উসকানীতে পড়তে দেইনি।
ছবি ক্যাপঃ দিল্লির সহিংসতা নিয়ে  চাঁদপুরে যাতে কোন অপ্রীতিকর কিছু না ঘটে  শুক্রবার শহরের মসজিদ এলাকায় এভাবে  সতর্ক অবস্থান নেয় পুলিশ।

সর্বাধিক পঠিত