• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভা নির্বাচন, নৌকার বিজয় নিশ্চিত করতে জেলা আওয়ামীগেও একট্টা

নবীন- প্রবীনের সমন্বয়ে আমরা এগিয়ে যাব- নাছির উদ্দিন আহমেদ এই নির্বাচনি যুদ্ধ আমি জেলা আওয়ামীলীগের নেতৃত্বেই করব মেয়র প্রার্থী - জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৬
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে এবারও একট্টা হয়েছে জেলা আওয়ামীগ।দলের মনোনয়ন প্রত্যাশী ৬ জনই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েলকে সমর্থন জানিয়েছেন। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে দল মনোনীত মেয়র প্রার্থীর জন্য জেলা আওয়ামীলীগের সংবর্ধনা সভা করা হয়। সভায় নেতৃবৃন্দ বিরোধ ভুলে নৌকার পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন

সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, আমাদের দলে কোন বিভাজন নেই।আমরাতো অনেক দিন করলাম।এখন তারুন্যের জয়জয়কার। নবীন-প্রবীনের সমন্বয়ে আমরা জেননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আরো এগিয়ে যাব।
তিনি বলেন, জিল্লুর রহমান জুয়েল আমাদের ছোট ভাই। দল তাকে মনোনয়ন দিয়েছে। আমার ও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং তার সফলতা কামনা করি।

মেয়র বলেন, চাঁদপুর শান্তির শহর। শহরবাসী চায় শান্তি ও নিরাপত্তা।ইনশাল্লাহ জয় আমাদের সু-নিশ্চিত। ২৯ তারিখ আমরা নৌকার বিজয় উপভোগ করব।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারি দুলালের সঞ্চালনায় সভায় নৌকার মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লু রহমান জুয়েল বলেন, আমি ব্যক্তি জুয়েল মূখ্য বিষয় নয়, নৌকা প্রতীক আমাদের দলের মর্যাদার, ঐতিহ্যের বঙ্গবন্ধুর প্রতীক। এই প্রতীকের পরাজয় হলে লজ্জা হবে দলের সবার এবং নেত্রীর।মর্যাদার এ লড়াইয়ে আওয়ামীলীগ পরিবারের সবার ঐক্যবদ্ধ সমর্থনে নৌকা বিজয়ী হবে। 

তিনি আরো বলেন, নির্বাচনি এই যুদ্ধ জেলা আওয়ামীলীগের নেতৃত্বেই করতে চাই। বিগত ১৪ বছর মেয়র নাছির উদ্দিন পৌরবাসীর সেবা করেছেন।বয়সে এবং রাজনীতিতে ওনি অনেক সিনিয়র, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ। তার পরামর্শ ও সহযোগিতা তিনি কাজে লাগাবেন। 

জুয়েল বলেন, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যারা ছিলেন তারা সবাই যোগ্য। দল আমাকে বিবেচনা করেছে। আমি মনে করি এখানে কারোই পরাজয় হয়নি। এটা দলের সিদ্ধান্ত। নির্বাচনি এ লড়াইইটা করা আমার একার পক্ষে সম্ভব না। আমি জেলা আওয়ামীলীগের নেতুত্বের প্রতি অবিচল শ্রদ্ধাশীল। জেলা আওয়ামীলীগের নেতৃত্বেই করব।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে চাঁদপুরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে কাজ  করবেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডাঃ জেআর ওয়াদুদ টিপু তার বক্তব্যে বলেন, এ নির্বাচনে ৬ জন প্রার্থী ছিলেন, সবাই যোগ্য। জেলা আওয়ামীলীগ মিটিং করে প্রার্থী তালিকা দলের সভানেত্রীর কাছে পাঠিয়েছে। দল যাকে মনে করেছে মনোনয়ন দিয়েছে। নাছির উদ্দিন আহমেদ অনগ্রসর চাঁদপুর পৌরসভাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন।

তিনি বলেন, সারাদেশের মধ্য চাঁদপুরে ইভিএমে ভোট সন্তোষজনক ছিল। হাইমচর উপজেলা নির্বাচনে ৪০% ভোট পরেছে। এ পৌরসভা নির্বাচনে ৫০ থেকে ৬০% ভোট কাস্ট হবে বলে আশা করেন তিনি। সংবর্ধনা সভায় মনোনয়ন প্রত্যাশী নেতাদের মধ্য বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারি, অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন।এসময় জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ, পৌর ও উপজেলা আওয়ামীলীগ এবং যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগসহ অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল চাঁদপুরে আগমন উপলক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ।