• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের দুঃখ প্রকাশ

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল গতকাল বুধবার সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুর এসেছেন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে দলীয় অসংখ্য নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। জনতার এই স্বতঃস্ফূর্ত ঢল আর উষ্ণ ভালোবাসায় সিক্ত হন জিল্লুর রহমান জুয়েল। বাবুরহাট থেকে চাঁদপুর শহর। উচ্ছাসিত মানুষ তাদের প্রিয় নেতাকে নিয়ে বাবুরহাট থেকে গণমিছিল শুরু করে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণে মানুষের সাময়িক ভোগান্তি হয়।

এদিকে নৌকা মার্কার প্রার্থীকে বরণ করে নেয়ার জন্যে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সড়কে যে যানজট সৃষ্টি হয়েছে, আর এতে মানুষের যে ভোগান্তি হয়েছে, তার জন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি সাময়িক এই ভোগান্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্যে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।