• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মিললো দুলালের লাশ

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিখোঁজের ৪ দিন পর মেঘনায় লাশ মিললো দুলাল ভূঁইয়া (৩৯) নামে এক ব্যক্তির মৃতদেহ। গতকাল মৃতদেহটি উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে লাশটি হরিণা এলাকার মেঘনা নদীরপাড়ে ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে চাঁদপুর মডেল থানার ওসির নির্দেশে এসআই আওলাদ হোসেন পুরাণবাজার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্যে থানায় নিয়ে আসে।

থানা সূত্রে জানা যায়, হাইমচর উত্তর আলগীর শাহজাহান ভূঁইয়ার ছেলে দুলাল ভূঁইয়াকে পাওয়া যাচ্ছে না মর্মে পরিবারের পক্ষ থেকে গত ২২ ফেব্রুয়ারি থানায় জিডি করা হয়। পরবর্তীতে তার লাশ মিললো নদীতে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

সর্বাধিক পঠিত