• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা জজকোর্টের নূতন পিপি অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ রনজিত রায় চৌধুরী। তিনি গত ২৪ ফেব্রুয়ারি এ নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে জানা যায়। অ্যাডঃ রনজিত রায় চৌধুরী ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জমিদার পুত্র স্বর্গীয় মতিন্দ্র কৃষ্ণ রায় চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি। মাতা স্বর্গীয় মেনকা রায় চৌধুরী ছিলেন সুগৃহিণী। তিনি লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন এবং কুমিল্লা ল কলেজ থেকে সফলতার সাথে আইন শিক্ষা লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি সদালাপী এবং এক পুত্র, এক কন্যার জনক। তার স্ত্রী একজন স্কুল শিক্ষিকা। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, শ্রী শ্রী জগন্নাথ মন্দির লাকসামের সভাপতির পদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং তাকে পিপি পদে মনোনয়ন দেয়ায় চাঁদপুর উন্নয়নের প্রতীক চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত