• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বই মেলা সমাপ্ত

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত ৮ দিনব্যাপী বই মেলার সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় তিনি বলেন, এই বই মেলা যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবারের দর্শক উপস্থিতিই তার প্রমাণ। আমরা চাই নতুন প্রজন্ম বেশি বেশি বই পড়ুক। কারণ নতুন প্রজন্ম যত বেশি বই পড়বে তত বেশি সমৃদ্ধ হবে এবং নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে। এ সময় প্রধান অতিথি মেলার আয়োজকদের দাবির প্রেক্ষিতে আগামীতে মেলার সময় বৃদ্ধির প্রতিও সমর্থন জানান।

বই মেলা উপ-কমিটির সদস্য সচিব ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপ্রধানে ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, চাঁদমুখের সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বাধিক পঠিত