চাঁদপুর জেলা যুবলীগের একুশের শ্রদ্ধা নিবেদন


চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী শুক্রবার শহরে প্রভাত ফেরিতে অংশ নিয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য জাহাঙ্গীর বেপারী, ইকবাল বেপারী, জিয়াউল আমিন, জাহাঙ্গীর কবির নয়ন, আব্দুল গনি গাজী,নজরুল ইসলাম বাদল,কালা বেপারী, ইউনুছ সোহেব,চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মুকবুল মিয়াজী, পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বজলু মোল্লা, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সফিকুল ইসলাম,যুবলীগ নেতা দিপু, জনি রহমান, আব্দুল আলিম পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।