• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে ভোক্তা দপ্তরের ভেজাল বিরোধী অভিযান

৮ দোকানীকে অর্থদণ্ড

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩ | আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২
স্টাফ রিপোর্টারঃ
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)  দুপুরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

এ দিন বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাজারের গোয়াল পট্টি, তামাকপট্টি, মসজিদ পট্টি এলাকায় এ অভিযান করে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ মোতাবেক দোকানীদের অর্থদণ্ড দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সচিব শেখ মোঃ মোতালেব টুটুল, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মজিবুর রহমানসহ সংঙ্গিয় পুলিশ ফোর্স।