• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে সেইপের অবহিতকরণ সভা

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)-এর সামাজিক প্রচারাভিযানের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ই-সেন্টারে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘সরকারি খরচে সেইপের প্রশিক্ষণ নিবো, দেশ-বিদেশে কাজ পাবো’ এই শ্লোগানে সামনে রেখে একই দিন সকালে উদ্বুদ্ধকরণ র‌্যালি বের হয়। র‌্যালি ও অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া।
ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী সরকার প্রতিটি পরিবারকে কর্মক্ষম করার লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হলো বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
‘সেইপে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জিয়া উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি। এ সময় মতামত ব্যক্ত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ী, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পায়াকটের সহযোগিতায় উদ্বুদ্ধকরণ র‌্যালি ও অবহিতকরণ সভায় অন্যান্য সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।