• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পরিবেশটি সবসময়ের জন্যে যেনো এমন থাকে

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে গত ১০ জানুয়ারি থেকে চোখ জুড়ানো পরিচ্ছন্ন পরিবেশ বিরাজমান। সে দিন থেকে মুজিববর্ষের ক্ষণগননা শুরু হয়। আর চাঁদপুর শহরে ক্ষণগননার মেশিন এই স্থানে বসানো হয়। এ অবস্থা থাকবে অন্তত ১৭ মার্চ পর্যন্ত। পুরো এলাকাটির সৌন্দর্য রক্ষাসহ স্থাপনাটির সুরক্ষায় পুলিশের ছাউনিও রাখা হয়েছে। যার কারণে এক মাসের উপরে হয় এ এলাকাটির পরিবেশ সম্পূর্ণ ভিন্ন রকমের। অথচ এর আগে ছিলো খুব বিশৃঙ্খল এবং জঘন্য নোংরা পরিবেশ। মাদকসেবী ও বখাটেদের আড্ডা ছিলো এখানে নিয়মিত। শহরবাসীর দাবি শহীদ মিনার এলাকাটির পরিবেশ যেনো সবসময় অর্থাৎ বছরের ১২ মাস এমন থাকে। এ ব্যাপারে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।