• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে তথ্য আপার উঠান বৈঠকে ১০০ নারীকে সম্মানী প্রদান

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে তথ্য আপার উঠান বৈঠকে ১০০ নারীকে সম্মানী প্রদান করা হচ্ছে।
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাগাদী ইউনিয়নের শতাধিক নারীকে প্রযুক্তির মাধ্যমে ৬টি সেবার পাশাপাশি সম্মানীভাতা প্রদান করা হয়।

গতকাল বুধবার দুপুরে বাগাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার তথ্য কেন্দ্রের তথ্য আপা আয়োজিত বৈঠকের সভাপতিত্বে করেন  চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা। এ সময় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, জেলা মহিলা সংস্থার সভানেত্রী মাসুদা নুর খান প্রমুখ। পরে অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ১০০নারীকে প্রযুক্তির মাধ্যমে তথ্য সেবা ও সম্মানী প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত