• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনের প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে প্রতিষ্ঠানিক রুপ দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটিরিয়ামে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  সুরঞ্জিত করের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ইমরান হোসেন সজীব, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া আক্তার, আবদুল হাই, মজিবুর রহমান প্রমুখ।