চাঁদপুরে মৎস বিকল্প কর্মসংস্থান ১'শত জেলের মাঝে সেলাই মেশিন বিতরন


চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে ১'শত জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী।
এ সময় তিনি বলেন, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদেরকে সরকার বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে এই সেলাই মেশিন দিয়েছে। এ পর্যায়ে ১'শ জন এই সুবিধা পেলেও পর্যায়ক্রমে পুরো উপজেলার ৪'শত ২০ জন জেলেকে দেয়া হবে এ সেলাই মেশিন। সেলাইমেশিনের সাথে আয়রন, সুতা, স্কেল, কেচি ও দেয়া হয়েছে।
চাঁদপুর সদরের সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মাহবুব রশীদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান। উপজেলা মৎস কার্যালয়ের ক্ষেত্র সহকারী টোকাবের হোসেন, তানমীম আক্তারসহ উপকারভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।