• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘প্রশমন’ একটি জনকল্যাণমূলক প্রকল্প : সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহ

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

৫ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুর পৌরসভায় বাস্তবায়িত প্রশমন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। তিনি প্রথমে শহরের পুরাণবাজারস্থ পৌর ১ ও ২নং ওয়ার্ডের প্রশমন প্রকল্প কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী কমিউনিটি ভলান্টিয়ার ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন করেন। উভয় স্থানে তিনি ভলান্টিয়ারদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। এরপর তিনি প্রশমন প্রকল্পের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান হাজী মহসিন রোডস্থ মিডল্যান্ড হাসপাতাল (প্রাঃ) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রদত্ত সেবার মান নিয়ে প্রশমন প্রকল্পের স্বাস্থ্য কার্ডধারী বিভিন্ন রোগী ও পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। হাসপাতালের প্রদত্ত সেবা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, প্রশমন একটি জনকল্যাণমূলক প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল (এসডিজি)-এর লক্ষ্য অর্জন করা সম্ভব। মেয়াদ শেষেও যাতে এ প্রকল্পের কার্যক্রম চলে সেজন্যে তিনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান আলী।

 

সর্বাধিক পঠিত