• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় গ্রন্থাগার দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘পড়বো বই গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ হতে র‌্যালি বের হয়ে ষোলঘর জেলা গ্রন্থাগার ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান উম্মে হাবিবা ফেরদৌসীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও সাহিত্য একাডেমি, চাঁদপুরের মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আরিফ বিল্লাহ ও জুনিয়র লাইব্রেরিয়ান ইকবাল হোসেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বাধিক পঠিত