• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কৃষি অফিসের কর্মচারীর মৃত্যু

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪ | আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১
চাঁদপুর প্রতিনিধি ।।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মচারী নিহত সুভাষ চন্দ্র মজুমদার।
প্রিন্ট

চাঁদপুর শহরে ট্রেনে কাটা পড়ে সুভাষ চন্দ্র মজুমদার (৫৫) নামের এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শহরের মিশন রোড রেল ক্রসিংয়ের পশ্চিম দিকে রেললাইনের ওপর এ দুঘর্টনা ঘটে। নিহত সুভাষ চন্দ্র মজুমদার চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মচারী। সে ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার গ্রামের মৃত মহিন্দ্র চন্দ্র  মজুমদারের ছেলে এবং শহরের বিপনীবাগ পদ্মা হাসপাতালের বিপরীত এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শরীরা জানান, মঙ্গলবার দুপুরে তিনি মিশন রোড রেল গেটের পশ্চিম পাশে রেললাইনের উপর বসা ছিলেন। ওই সময় লাকসাম থেকে ছেড়ে আসা সাগরিকা ট্রেনের আঘাতে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের লিডার কবির হোসেন জানান, আমরা ট্রেনে কাঁটার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের পরিবারের সূত্রে জানাযায়, সুভাষ চন্দ্র মজুমদার দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাই তিনি প্রায়ই হাটতে বেরুতেন। ঘটনারদিন তিনি অফিসে না গিয়ে হাটতে বের হন। তাদের ধারনা হয়তো অসুস্থতার কারনে ট্রেনের শব্দ শুনতে না পারায় এমন দুর্ঘটনার শিকার হয়েছেন।

সর্বাধিক পঠিত