• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চলতি মাসের শেষ দিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা

ইভিএমে হতে পারে এই নির্বাচন : জেলা নির্বাচন অফিসার

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চলতি মাসের শেষের দিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এমন আভাস দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান। গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর কণ্ঠকে বিষয়টি  নিশ্চিত করেন তিনি। তিনি জানান, রমজান মাস আসার আগেই মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন কমিশন। ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। ওই সভায় চাঁদপুর পৌরসভার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে। সে সুবাদে পৌরসভার নির্বাচন সন্নিকটে। জেলা নির্বাচন অফিসার আরো জানান, হাইমচর উপজেলার পর এবার চাঁদপুর পৌরসভা নির্বাচনও  ইভিএমে হতে পারে। তবুও সিডিউল ডিক্লেয়ারের পূর্বে কিছুই বলা যাচ্ছে না।
তিনি বলেন, চাঁদপুরের জন্যে বর্তমানে আমাদের কাছে ১ হাজার ৪শ’ ইভিএম মেশিন স্টকে রয়েছে। যদি পৌরসভার ১৫টি ওয়ার্ডে এই ইভিএম পদ্ধতিতেই নির্বাচন করতে হয়, তাহলে আনুমানিক ৬শ’ বুথে ৬শ’ টি ইভিএম মেশিন ব্যবহারের জন্যে যথেষ্ট। ইভিএমে ভোটারদের নানা প্রসঙ্গ নিয়ে কথা হলে তিনি জানান, চাঁদপুর পৌরসভায় ভোটার রয়েছে আনুমানিক ১ লক্ষ ২৫ হাজার। যাদের চূড়ান্ত সংখ্যা মার্চে বলা সম্ভব হবে। যদি ইভিএমে নির্বাচন করতে হয় তাহলে আমরা প্রথমে প্রার্থীদের ইভিএম সম্পর্কে ধারণা দিব এবং এ ব্যাপারে অবশ্য ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মাধ্যমে প্রার্থীদের জন্যে দুই দিনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

সর্বাধিক পঠিত