• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বা‌লিয়া আদর্শ ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের বা‌র্ষিক মিলাদ, মুক্তিযোদ্ধা ও কৃর্তী ছাত্রছাত্রী সংবর্ধনা

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এবং মুক্তিযোদ্ধা ও কৃর্তী ছাত্রছাত্রী সংবর্ধনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ২৫ জানুয়া‌রি শ‌নিবার সকাল ১০টায় ও বেলা সাড়ে ১১ টায় পৃথক এ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন বা‌লিয়া আদর্শ উচ্চ বিদ্যাল‌য়ের প্র‌তিষ্ঠাতা ও সভাপ‌তি এবং ফরক্কাবাদ হাইস্কুলের নব নির্বাচিত সভাপতি আলহ্বাজ মোঃ সিরাজুল ইসলাম তালুকদার।

প্রধান শিক্ষক আব্দুল মা‌লেক বেপারীর সভাপ‌তি‌ত্বে ও সহকারী শিক্ষক ম‌জিবুর রহমা‌নের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন বা‌লিয়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বা‌লিয়া ইউ‌নি‌য়ের সাবেক চেয়ারম্যান রাজ্জাকুল হায়দার শিমু খা‌নের ছে‌লে ব্যাংকার আলী হায়দার খান মিশু, বীর মু‌ক্তি‌যোদ্ধা ছানাউল্যা খান, বিদ্যালয় প‌রিচালনা ক‌মি‌টির সদস্য জি এম জ‌হিরুল ইসলাম, ওমর ফারুক তালুকদার, বা‌লিয়া ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি দে‌লোয়ার হোসেন খান, ‌শিক্ষ‌দের প‌ক্ষে‌ সহকারী প্রধান ‌শিক্ষক ইকবাল হো‌সেন,‌ বিদায়ী শিক্ষার্থী‌দের প‌ক্ষে বক্তব্য রা‌খেন মোঃ নাজমুল হাসান সিকদার ও
অধ্যয়নরত শিক্ষার্থী‌দের প‌ক্ষে আমেনা আক্তার চৈতী।

অনুষ্ঠা‌নে ১০ জন বীর মু‌ক্তি‌যোদ্ধাকে সংর্বধনা প্রদান, এসএস‌সি ও জেএস‌সি পরীক্ষায় জি‌পিএ ৫ পাওয়া‌দের সংবর্ধনা প্রদান করা হয়। ‌দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন ধর্মীয় শিক্ষক মৌলভী  খ‌লিলুর রহমান। ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন চান্দ্রা দরবার শরী‌রের পীর সাহেব হযরত মাওলানা ড. হুজ্জাতউল্যাহ এবং স্কুলের সিনিঃ শিক্ষক মাওঃ কবির আহমেদ ওসমানী।

‌বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজীর সভাপ‌তি‌ত্বে ও সহকারী‌ শিক্ষক মোজা‌ম্মেল হো‌সে‌নের প‌রিচালনায় বক্তব্য রা‌খেন ফরাক্কাবাদ ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, ইউ‌পি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, প‌রিচালনা পর্ষ‌দের সদস্য ম‌হিউ‌দ্দিন মি‌জি, আমিনুল হাসান,  জাহাঙ্গীর হো‌সেন, ইব্রা‌হিম খান বিদ্যাল‌য়ের শিক্ষক গিয়াস উ‌দ্দিন প্রমুখ।

সর্বাধিক পঠিত