• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক সফিকুল ইসলাম সেলিমের দাফন সম্পন্ন

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও চাউল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরের বিপরীত কুমিল্লা রোডের বাসিন্দা আলহাজ্ব এসএম সফিকুল ইসলাম সেলিম আর বেঁচে নেই। তিনি গতকাল ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে--- রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব চাঁদপুর শহরের বায়তুল আমান রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, অন্যদিনের মতো সকালে হাঁটতে বের হন ব্যবসায়ী সেলিম। শহরের ইচলী এলাকায় রাস্তায় হার্টঅ্যাটাক হয় তার। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক  তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরাণবাজারসহ শহরের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এসএম সফিকুল ইসলাম সেলিম ছিলেন পুরাণবাজারের ব্যবসায়ী মরহুম দিদার বক্স মিয়ার সন্তান। তাঁর মৃত্যুতে অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখেছে পুরাণবাজারের ব্যবসায়ীরা। সফিকুল ইসলাম সেলিমের প্রতি শ্রদ্ধা রেখে চাঁদপুর চেম্বার অব কমার্স গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রেখে শোক কর্মসূচি পালন করে।
চাঁদপুর চেম্বারের শোক : চাঁদপুর চেম্বার অব কমার্সের একাধিকবারের সাবেক পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এসএম সফিকুল ইসলাম সেলিমের মৃত্যুতে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন চেম্বারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

সর্বাধিক পঠিত