হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা


হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দুই শিক্ষক নিজেরা কাঁদলেন আর কলেজের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক/শিক্ষার্থীকে কাঁদালেন। এ সময় কলেজ হলরুমে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বহুজনকে এ সময় চোখের পানি মুছতে দেখা গেছে। অবসরজনিত কারণে বিদায় নেয়া কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। অবসরজনিত কারণে এই শিক্ষকদ্বয়কে বিদায় সংবর্ধনা দেয় কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।
বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের অধ্যাপক ফরহাদ হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, গভর্নিংবডির সদস্য সালাউদ্দিন ফারুক মামুন, মজিবুর রহমান তালুকদার, শিক্ষক প্রতিনিধি মোরশেদ আহমেদ মজুমদার ও মোঃ সেলিম। অতিথিদের পক্ষে বক্তব্য রাখেন সত্য ব্রত ভদ্র মিঠুন ও শামসুজ্জামান মুন্সী।
সহকারী অধ্যাপক মাকছুদুর রহমান, নাজমা আক্তার ও মোজাম্মেল হোসাইনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকগণের স্মৃতিচারণ করে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মোঃ সেলিম মিয়া, শাহজাহান সরকার, শিক্ষার্থীদের পক্ষে শামসুন্নাহার তিন্নী, পলি রাণী দাস ও নাজিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাহিম মুনতাসির ও গীতা পাঠ করেন শ্রাবণী রাণী দাস।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, উপহার সামগ্রী ও কলেজ শিক্ষক কল্যাণ ফান্ডের চেক তুলে দেন অধ্যক্ষসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ শাহজামাল ও বিল্লাল হোসেনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।