পালবাজার শ্রমিক কল্যাণ সমিতির মতবিনিময়


শুক্রবার সন্ধ্যা ৭টায় পালবাজার খাওয়া-দাওয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে চাঁদপুর শহরের পালবাজার শ্রমিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী মাহবুব তপাদার ও আপন পাটোয়ারীর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি হলো আহ্বায়ক শাজাহান দেওয়ান (শাজু), যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ ফরাজী, জাকির শেখ, মাসুদ মেস্ত্ররী, হানিফ ঢালী, শফিক মোল্লা, সদস্য কবির হাজী, রিপন ডাক্তার, আনোয়ার হোসেন, হাসন মোল্লা, মিজান বেপারী, ইয়াছিন খাঁ, মোমেন প্রধানীয়া, কালাম সরকার, ইবরাহীম ফরাজী, শরিফ সরদার, মুনছুর খাঁ, নুরু খান, খোকন মেস্তুরী, বাসার বেপারী প্রমুখ। উল্লেখ্য, পালবাজার প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ সমিতি গঠন করা হয়। এতে শ্রমিকদের চোখে, মুখে আনন্দের জোয়ার বইতে দেখা যায়।