• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হক পাটওয়ারীর মৃত্যুতে মিলাদ ও দোয়া

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২০, ১৪:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও পালবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক পাটওয়ারীর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও গরীবদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর কোড়ালিয়া এলাকায় মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পুরাণবাজার ওসমানিয়া মাদ্রাসার আরবী শিক্ষক হযরত মাওঃ মোঃ তোফায়েল আহমেদ। কোরআন তেলোয়াত করেন হযরত মাওঃ আব্দুল খালেক।
উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাবুল, ছাত্রনেতা অ্যাডঃ মোঃ হেলাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত আলী, সাংবাদিক নেতা মোঃ আব্দুল লতিফ, পালবাজারের প্রবীণ ব্যবসায়ী আব্দুল হালিম পাটওয়ারী, মরহুমের ছোট ভাই হারুনুর রশিদ পাটওয়ারী, মিজানুর রহমান হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফর উদ্দিন মাস্টার, মনির ছৈয়াল, বাদশা ভূঁইয়া, হোসাইন আহমেদ দুলাল পাটওয়ারী, আব্দুর রাজ্জাক মোল্লা, জাহাঙ্গীর আলম মিজি, জাহাঙ্গীর পাটওয়ারী, সাব্বির হোসেন মন্টু দেওয়ান, প্রাণ কোম্পানীর চাঁদপুরের পরিবেশক হাসান আলী সেন্টু, ছাত্র ইউনিয়ন নেতা মোঃ জাকির হোসেন মিয়াজী, মরহুমের বড় ছেলে মোঃ মহিউদ্দিন পাটওয়ারী রিপন, ছাত্র নেতা অপু পাটওয়ারী, মোঃ হোসেন আলী মিন্টু, অনলাইন নিউজ পোটাল ফোকাস মোহনার স্টাফ রিপোটার মোঃ শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি শনিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শামছুল হক পাটোয়ারী ইন্তেকাল করেন। ওইদিনই শনিবার বাদ মাগরিব শহরের কোড়ালিয়া বড় পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা শেষে তাকে নিজ বাড়ির করবস্থানে দাফন করা হয়।

 

সর্বাধিক পঠিত