কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলন অব্যাহত


কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ২০ জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা এ আন্দোলন চালিয়ে আসছেন। আজ আন্দোলনের ৯ম দিন অতিবাহিত হবে। তাদের দাবি পূরণ না হলে আজ তারা ঢাকা প্রেসক্লাবে মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানা যায়। গতকাল বক্তারা বলেন, বৃটিশ আমল থেকে এ পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে কর্মরত হতভাগ্য কর্মচারী ছাড়া বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের কর্মচারীদের পদবিসহ বেতন স্কেলের পরিবর্তন হলেও একই প্রশাসনের অধীনে মাঠ প্রশাসনে কর্মরত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারীদের সমম্বয়ে গঠিত বাকাসস ও বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির কর্মচারীগণের পদ-পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নতিকরণের দীর্ঘদিনের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশা ব্যক্ত করছি। অবিলম্বে আমাদের এ দাবি মেনে নেয়ার জন্যে আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত দাবি জানাচ্ছি। দাবি বাস্তবায়ন না হলে আমরা দীর্ঘ আন্দোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবো। গতকাল আন্দোলন চলাকালে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা বাকাসসের সভাপতি মোঃ নেছার আহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা নাজির ভোলানাথ নন্দী, সাবেক সভাপতি জিয়াউদ্দিন বাবুল, দপ্তর সম্পাদক মোঃ নাসিরউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান দেওয়ান, জেলা বাকাসস নেতা মোঃ মোছলে উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, মিজানুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।