চাঁদপুর মহিলা সংসদের শীতবস্ত্র বিতরণ


অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুর মহিলা সংসদ। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকেল ৫টায় চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে স্থানীয় হতদরিদ্র নারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন চাঁদপুর মহিলা সংসদের সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতির পতœী আফরোজ জাহান আখন্দ।
তিনি বলেন, চাঁদপুর মহিলা সংসদ ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে সবসময় দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী হতে সহযোগিতা করছে এবং তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আর্তমানবতার সেবার চেয়ে উত্তম কাজ আর নেই।
এই শীত মৌসুমে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্যে এলাকার কিছু দুঃস্থ নারী এবং প্রতিবন্ধী শিশুদের বেছে নেয়া হয়েছে। চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রির সহযোগিতায় আমরা এই শীতবস্ত্র দিয়েছি। এভাবে দেশের বিত্তবানদের গরিব-অসহায় নারীদের পাশে দাঁড়ানো উচিত।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর মহিলা সংসদের যুগ্ম সম্পাদক ফারজানা ফেরদৌসী, কার্যকরী সদস্য ইসকাত আরা, মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।