• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ও হাজীগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে ওরিয়েন্টেশন

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২০, ১০:২১
চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর ও হাজীগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী ওরিয়েন্টেশনে অংশ নেয়াদের সাথে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদসহ অন্যদের দেখা যাচ্ছে।
প্রিন্ট

দেশব্যাপী কর্মশালার অংশ হিসেবে চাঁদপুরেও 'ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট টু হেলথ এন্ড নিউট্রিশন টু দি পুওর ইন আরবান বাংলাদেশ' প্রকল্প পৌরসভার সংশিষ্ট জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষে দিন ব্যাপি ওরিয়েন্টেশন কর্মসূচী পরিচালিত  হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ২১ জানুয়ারি  মঙ্গলবার সকালে শহরের চাঁদপুর রেডক্রিসেন্ট ভবনের ভোজন বিলাসে চাঁদপুর ও হাজীগঞ্জ এ দুই পৌরসভার প্রতিনিধিদের নিয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষে এই ওরিয়েন্টশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ সভাপতিত্বে ওরিয়েন্টশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অডিনেটর এসএম তাফাজ্জল হোসেন, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্রদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের চাঁদপুর-জোন এর জোনাল ম্যানেজার আনিছ হোসেন চৌধুরী,ট্রেনার ও একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা নার্গিস মজিদ লিমা, ট্রেনার রফিকুল ইসলাম প্রমুখ। চাঁদপুর পৌরসভার ২১ ও হাজীগঞ্জ পৌরসভার ১৭ জনপ্রতিনিধি ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ নেন। আগামী কাল মতলব, শাহরাস্তি ও কচুয়া পৌরসভার জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও স্থানীয় সরকার বিভাগের সহায়তায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১ বছরের মধ্যে সারাদেশের সকল পৌরসভার জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ওরিয়েন্টেশন কর্মসূচি বাস্তবায়নের কাজ করছেন।

সর্বাধিক পঠিত