• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০২০, ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব পৌরসভার চরমুকুন্দি গ্রামের সওদাগর পাড়ায় বিপুল সওদাগর (১৮) নামে এক যুবক গতকাল ২০ জানুয়ারি বেলা আনুমানিক দেড়টায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহতের পিতার নাম খোকন সওদাগর। ঘটনার সাথে সাথে বিপুলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এ বিষয়ে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ঘটনাস্থলে যান এবং নিহত বিপুল সওদাগরকে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

 

সর্বাধিক পঠিত