যুদ্ধাহত মুক্তিযুদ্ধা সহঃ কমান্ডার মোঃ শাহজাহান গাজী দেখতে হাসপাতালে মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি।
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১২:০৮
নিজস্ব প্রতিবেদক


মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ডের সহঃ কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান গাজী হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সহঃ সভাপতি এম.এ. ওয়াদুদ টিপু সহ অন্যন্য নেতৃবৃন্দরা। তারা অসুস্থ মুক্তিযোদ্ধা শাহজাহান গাজীর শারিরীক খোঁজ খবর নেন ও সুচিকিৎসার জন্য পরামর্শ দেন।