• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ধ্রুপদীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাহিদুল ইসলাম রোমান

নারী-পুরুষের সমতায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সেরা

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২০, ১২:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নারীদের সংগঠন ‘ধ্রুপদী’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, নারীরা একসময় খুবই অসহায় ছিলো। তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলো। এমনকি তারা পদে পদে লাঞ্ছিত হতো। আশার কথা হলো, বর্তমান নারীরা অনেক দূর এগিয়েছে। বর্তমানে আমাদের শিক্ষা মন্ত্রী, স্পীকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত নারী। তারপরও বাল্যবিবাহ থেকে শুরু করে এখনও অনেক বিভাগে নারীরা পিছিয়ে আছে। সমতাভিত্তিক সমাজ গড়তে হলে নারীকে অবশ্যই পুরুষের সমানতালে এগিয়ে আসতে হবে। নারী-পুরুষের সমতার দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন-২০২০-এ এই তথ্য উঠে এসেছে। ১৫৩টি দেশের নারী-পুরুষের সমতার চিত্র তুলে ধরে গত মঙ্গলবার ডব্লিউইএফের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তিনি আরো বলেন, আমি অভিভূত উপজেলা পর্যায়ে নারীরা নারীদের কল্যাণে কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছে। আমার বিশ^াস, এরা একদিন বহু দূর এগিয়ে যাবে।
১৯ জানুয়ারি রোববার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ধ্রুপদীর সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাদিজা আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক রাধেশ্যাম কুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ, বিশিষ্ট ছাত্রনেতা মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি ফাতেমা আক্তার শিল্পী ও সাধারণ সম্পাদক শামিম হাসান, ধ্রুপদীর দপ্তর সম্পাদক আকলিমা প্রমুখ। আলোচনা সভার পূর্বে অতিথিরা কেক কেটে সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

 

 

সর্বাধিক পঠিত