• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজী আব্দুল আহাদ উবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে ক্রীড়াকে সাথী করতে হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২০, ১২:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার বিআর হাজী আব্দুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, আমাদের এখন এগিয়ে যাওয়ার সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানামুখী উন্নয়ন করে চলেছেন। বছরের প্রথমদিনে বই দেয়া, মেয়েদের উপবৃত্তি দেয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করা, প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, চাহিদামাফিক শিক্ষক প্রদান এবং বেতন প্রদানের মাধ্যমে নিরলস কাজ করে চলেছেন। এর একমাত্র কারণ, একটি উন্নত জাতি তৈরি করতে হলে একটি শিক্ষিত ও মেধাবী জাতি প্রয়োজন। যারা শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়াসহ সকল কিছুতেই পারদর্শী থাকবে। তাই আমাদেরকে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাসহ শিক্ষাপাঠ্যক্রমকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আগ্রহ বাড়াতে ক্রীড়াকে সাথী করতে হবে। আমার মতে বছরজুড়েই খেলাধুলাসহ শিক্ষা সহায়ক কার্যক্রম থাকা প্রয়োজন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আব্দুল আহাদের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নূরের রহমান সুমন পাটওয়ারী, ফারুক পাটওয়ারী, নন্দন কুমার জয়। আলোচনা শেষে বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

 

সর্বাধিক পঠিত