• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জহিরের দোকান আছে, জহির নেই

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২০, ১১:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নের বিষ্ণুদী রোডস্থ পশ্চিম তরপুরচ-ী গ্রামের মুদি দোকানদার মোঃ জহির মিজি আর বেঁচে নেই। গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ছয়টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রেখে যান। গতকালই তরপুরচ-ী নেছারিয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হামিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হাবিবুল্লাহ। পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট সাঁতারু মরহুম আবদুল মালেক মিজি এবং নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক আব্দুর রশিদ মিজি বাড়ির বাসিন্দা ছিলেন মোঃ জহির মিজি। জহির মিজি তার বাড়ির সম্মুখে ১৯৯৭ সালে একটি চা এবং মুদি দোকান শুরু করেন। সে থেকেই শুরু হয় জহিরের দোকান নামে স্থানের নাম। সেখানে গড়ে উঠেছে বহু দোকান। আজও পুরো ইউনিয়ন জুড়ে এবং চাঁদপুর শহরেও জহিরের দোকান নামে পরিচিত হয়ে আছে এলাকাটি। আজ জহির নেই কিন্তু স্থানের নামে মানুষের মুখে মুখে।

 

সর্বাধিক পঠিত