• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২০, ১২:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সভায় চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমিতির সভাপতি চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ আলমগীর হোসেন বাহারের সভাপ্রধানে সভার শুরুতে সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক সর্দার মোঃ আবুল বাসার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির অন্যতম উপদেষ্টা স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডাঃ সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী, সমিতির উপদেষ্টা চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডঃ মোঃ শাহাদাত হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, অ্যাডঃ আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ শহিদুল্লাহ্ ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারহানা ফেরদৌসী রুমা।
সমিতির সাধারণ সম্পাদক সর্দার আবুল বাসারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক চিশতী, জেলা তহশীলদার সমিতির সাবেক সভাপতি মোঃ লতিফ মিয়া গাজী, চিত্রলেখাস্থ নিউ সোস্যাল বাজারের প্রোপ্রাইটর মোঃ মনজুর হোসেন প্রমুখ।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে আগামী ২৪ জানুয়ারি শুক্রবার বনভোজনের আয়োজন। এ বনভোজনের জন্যে সংশ্লিষ্ট সকলকে ০১৭৩২৩৫১৬২০, ০১৮১৯৮৩১৫১০, ০১৮১৮২৫২৬৩৭, ০১৭১৫৭৩৬৬৪০ নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

সর্বাধিক পঠিত