প্রধান অতিথি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান
আজ চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩০তম অভিষেক অনুষ্ঠান


আজ সোমবার ১৩ জানুয়ারি চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩০তম অভিষেক অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া ৪টায় চাঁদপুর প্রেসক্লাব সড়কস্থ চাঁদপুর ক্লাবের মুক্তমঞ্চে ক্লাবের ২০১৯-২০ রোটারীবর্ষের বোর্ড অব ডিরেক্টররা উক্ত অনুষ্ঠানে অভিষিক্ত হবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের কৃতী সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল ও ডিবেট ফর ড্যামোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজীবন সম্মাননা প্রদান করা হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী চাঁদপুরের কৃতী সন্তান মনিরুল ইসলামকে।
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ পিপি আলহাজ¦ শবেবরাত সরকার ও সচিব রোটাঃ মাকসুদুর রহমান আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।