সকল বিভেদ ভুলে হাইমচরের উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করুন : উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া


হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ হুমায়ুন কবির প্রধানীয়া বলেছেন, গত ১০ বছরে হাইমচর উপজেলায় মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, যেমন মেঘনার করালগ্রাস থেকে হাইমচরবাসীকে রক্ষা, হাইমচরবাসীর প্রত্যাশা অনুযায়ী ডিগ্রি কলেজ নির্মাণ ও কলেজকে সরকারিকরণ, হাইমচর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নকৃত উপজেলায় অন্তর্ভুক্তকরণ, চাঁদপুর থেকে হাইমচর উপজেলার চরভৈরবী লঞ্চঘাট পর্যন্ত বিশ্বরোডের আদলে নতুন সড়ক নির্মাণ করা হয়েছে।
তিনি এক বিবৃতিতে আরো বলেন, শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী কমডেকার মাধ্যমে হাইমচরে পদার্পণ করায় হাইমচরে অর্থনৈতিক জোন, পর্যটন কেন্দ্র ও চাঁদপুর থেকে হাইমচর উপজেলার শেষ সীমানা পর্যন্ত রিভারসাইড রাস্তার কাজ প্রক্রিয়াধীন। এছাড়া হাইমচরকে ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বহু দেশি-বিদেশি পর্যটক এখানে আসবে। এতে করে অর্থনৈতিক উন্নয়ন হবে। এছাড়াও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ ডাঃ দীপু মনি এমপি, হাইমচর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে হাইমচরে শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আজ হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী নূর হোসেন পাটওয়ারী ও আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ বেগমকে নির্বাচিত করার জন্যে হাইমচর উপজেলাবাসীর কাছে আমার আকুল আবেদন। সেই সাথে এ নির্বাচনে আমাদের দলীয় সকল নেতা-কর্মীকে সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানাচ্ছি। যাতে আগামীদিনেও আমরা হাইমচরের এ উন্নয়নকে ধরে রাখতে পারি।